মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন রাজারহাটের গৃহবধূ তানিয়া অগ্নি। একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল দগ্ধ এই গৃহবধূর। অত্যন্ত মেধাবী ছাত্রী হিসাবে পরিচিত ছিলেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছিলেন। চেয়েছিলেন আরও পড়াশোনা করতে। কিন্তু তাঁর পরিবারের দাবি, শ্বশুরবাড়ির এতে আপত্তি ছিল। আপত্তি ছিল স্বামী ইকবাল আলির। যিনি পেশায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের সরকারি অধ্যাপক।
একজন উচ্চশিক্ষিত মানুষ হয়েও তানিয়ার স্বামীর এহেন আচরণ নিয়ে হতবাকও ছিলেন তানিয়ার পরিবার। তাঁদের দাবি, বিয়ের পর থেকেই তানিয়ার উচ্চশিক্ষার ইচ্ছা নিয়ে অশান্তি হত। শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির লোকজনই তাঁকে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তাঁরা। যদিও একথা মানতে নারাজ তানিয়ার শ্বশুরবাড়ি। তাঁদের দাবি, তানিয়া আত্মহত্যা করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।