সোমবার ভোটের দিন কাটিয়েছেন জেলেই। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ভোট শেষের ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে ভর্তি করতে হল হাসপাতালে। এদিন শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা অনুভব করেন সারদা কাণ্ডে জেলবন্দি মদন মিত্র। জেলে গিয়ে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করেন। অবস্থা বিবেচনা করে তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন চিকিৎসকেরা। তারপরই অসুস্থ মদন মিত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। সন্ধেবেলা তাঁকে আলিপুর সেন্ট্রাল জেল থেকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কার্ডিওলজি বিভাগে তাঁকে ভর্তি করা হয়।
Leave a Reply