বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবেই সোমবার রাতে ভিজল কলকাতা। বৃষ্টি এদিন ভোর পর্যন্তও চলেছে। বৃষ্টির জেরে সল্টলেকের অনেক জায়গায় জল জমে যায়। তথ্যপ্রযুক্তি তালুক বানভাসি। অনেক জায়গায় জল ভেঙে সকালে কর্মস্থলে পৌঁছতে হয় মানুষজনকে।
কলকাতায় কয়েক জায়গায় সামান্য জল জমলেও তা ভোরের মধ্যেই নেমে যায়। ভোরের পর বৃষ্টি কমলেও আকাশের মুখ ছিল ভার। আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের একটানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। আকাশও মেঘলাই থাকবে।