রাজ্যকে দেওয়া কেন্দ্রের অনুদান বেড়ে ৩৫ হাজার কোটি টাকা হয়েছে। সেই টাকা কোথায়? এই প্রশ্ন তুলে রাজ্যের তৃণমূল সরকারকে বিঁধলেন বিজেপি সভাপতি অমিত শাহ। হিসাবের কাগজ হাতে নিয়ে তাঁর দাবি, সব টাকা সিন্ডিকেটে বিলোচ্ছে তৃণমূল। হিসাব কোথায়? রাজ্যবাসীর কাছে তাঁর প্রশ্ন, রাজ্যের লাল সরকারকে সরিয়ে নীল সরকার এনে রাজ্যের উন্নয়ন চেয়েছিলেন সকলে। কিন্তু সেই উন্নয়ন কোথায়? এদিন দলীয় কর্মীদেরও উৎসাহ দেন তিনি।
অন্যদিকে অমিত শাহ-র বক্তব্য পেশের কিছুক্ষণের মধ্যে তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে পাল্টা প্রশ্ন করেন, কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা বন্ধ করে দিল কেন? কেন রাজ্য বন্যাত্রাণে কোনও বরাদ্দ পেল না তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পার্থবাবু এদিন সাফ জানান, কেন্দ্র পিছিয়ে পড়ছে। ফলে রাজ্যও তার উন্নয়নের গতি ধরে রাখতে পারছে না। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এদিন একের পর এক তোপ দাগেন পার্থ চট্টোপাধ্যায়।