পুজো শুরুর দোরগোড়ায় দাঁড়িয়ে প্রবল বিতর্কের মুখে পড়ল মহম্মদ আলি পার্কের দুর্গাপুজো। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছে চিকিৎসক সংগঠনগুলি। বিতর্কের সূত্রপাত এই পুজোর মূর্তি উন্মোচনের পর। দেখা যায় দুর্গার পায়ের কাছে অসুর। আর তার পাশেই রয়েছেন এক চিকিৎসক। দেখানো হচ্ছে চিকিৎসক রোগীর কাছ থেকে টাকা নিচ্ছেন। এরপরই চিকিৎসকদের অসুর রূপে দেখানো হয়েছে বলে দাবি করে ক্ষোভে ফেটে পড়ে চিকিৎসক সংগঠনগুলি। অবিলম্বে এই মূর্তি সরাতে হবে বলে জানিয়ে দেন তাঁরা। না সরালে পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে তারা প্রশাসনের দ্বারস্থ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে চিকিৎসক সংগঠনগুলি।
যদিও বিতর্কের মুখে পুজো উদ্যোক্তারা বেলার দিকে মূর্তি ঢেকে দেন। উদ্যোক্তারা জানিয়েছেন তাঁরা চিকিৎসকের মডেল দিয়ে আসলে ভুয়ো চিকিৎসক দেখানোর চেষ্টা করেছেন। ভুয়ো চিকিৎসকদের প্রতি তাঁদের যতটা ঘৃণা রয়েছে, প্রকৃত চিকিৎসকদের প্রতি ততটাই শ্রদ্ধা রয়েছে তাঁদের। আর কোনও বিভ্রান্তি যাতে না সৃষ্টি হয় সেজন্য মডেলটিতে ভুয়ো চিকিৎসকের বিষয়টি লিখে দেওয়া হবে। যাতে দর্শকদের কাছে বিষয়টি পরিস্কার থাকে।