
ভোটের পরই বার হবে মাধ্যমিকের ফল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, আগামী ১০ মে বার হবে মাধ্যমিকের ফল। এ বিষয়ে বিজ্ঞপ্তি আগামী ২ দিনের মধ্যেই বার করা হবে। মাধ্যমিকের ফল ঘোষণার মাত্র ৬ দিনের ব্যবধানে বার হতে পারে উচ্চমাধ্যমিকের ফলও। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার সম্ভাব্য তারিখ ১৬ মে। অর্থাৎ রাজ্যে ভোটদান শেষ হলেও তখনও ভোটের ফল বার হাওয়া বাকি থাকবে। ১৯ মে ভোটের ফল প্রকাশ। তার আগেই মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকের ফল প্রকাশের দিকে চেয়ে থাকল বাংলা।