দুপুর গড়ালেই শুরু হয়ে যাবে বিসর্জন। ছুটির দিন। ফলে বিসর্জনের চাপ যে এদিন যথেষ্টই হবে তা বিলক্ষণ জানেন পুলিশকর্তারা। তারই তোড়জোড় শুরু হয়েছিল সকাল থেকে। একের পর এক ঘাটে প্রতিমা নিরঞ্জনের যাবতীয় প্রস্তুতি সারার কাজ চলছিল পুরোদমে। সেই সময়েই বাবুঘাটে গঙ্গার পাড় ঘেঁষে ভেসে ওঠে এক প্রৌঢ়ের দেহ।
পুলিশ ব্যস্ততা থাকায় দ্রুত নজরেও পড়ে যায়। সঙ্গে সঙ্গে দেহটি জল থেকে তোলারও বন্দোবস্ত হয়। প্রৌঢ়ের পরিচয় এখনও অজানা। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য বাবুঘাটে নিরঞ্জন প্রস্তুতি ব্যাহত হয়।