ডেঙ্গি আক্রান্ত এক কিশোরীকে গত ২৭ সেপ্টেম্বর পুজোর মধ্যেই ভর্তি করা হয় ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। পরিবারের অভিযোগ প্রথম ২ দিন কোনও চিকিৎসাই করা হয়নি তার। পরে পরিবারের চাপে চিকিৎসার নামে ওই কিশোরীকে আইসিইউ-তে ঢুকিয়ে বিল বাড়ানোর চেষ্টা হয়। চাওয়া হয় ২ লক্ষ টাকা। ওই টাকা না মেটালে চিকিৎসা এগোবে না বলেও নাকি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়। তেমনই দাবি করছে মৃতার পরিবার। অবশেষে ওই কিশোরীর আইসিইউতেই মৃত্যু হয়েছে বলে হাসপাতালের তরফে পরিবারকে জানানো হলেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
পরিবারের দাবি, সঠিক চিকিৎসা না করে শুধু বিল বাড়ানোর চেষ্টা চালিয়েছে হাসপাতাল। অভিযোগে আমরি হাসপাতালে ভাঙচুর চালান মৃতার আত্মীয়রা। টব ভাঙা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় অনেকগুলি কাচের জানালা। হাসপাতালের অভিযোগ আইসিইউ-তেও ভাঙচুর করেন মারমুখী আত্মীয়রা। এনিয়ে থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে তাঁদের মেয়ের।
যদিও এই অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তাঁরা সবরকম চেষ্টা করেছেন। কিন্তু ডেঙ্গির কারণে মাল্টি অর্গান ফেলিওর হওয়ায় মৃত্যু হয় ওই কিশোরীর। তা সত্ত্বেও তাঁদের হাসপাতালে ভাঙচুর চালানোর অভিযোগ তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। আপাতত আমরি হাসপাতালে পুলিশ পোস্টিং রয়েছে। যে সব জানালা ভেঙে ফেলা হয়েছিল তা প্লাইউড দিয়ে ঢেকে কাজ চালানো হচ্ছে।