নারদ কাণ্ডের তদন্তে মদন মিত্রের দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে হাজির হল সিবিআই। বৃহস্পতিবার মদনবাবুকে সঙ্গে নিয়েই সিবিআই-এর ৪ আধিকারিক হাজির হন। এখানেই ম্যাথু স্যামুয়েল এসেছিলেন। সিবিআই সূত্রের খবর, সব জায়গার ছবি তোলেন সিবিআই আধিকারিকরা। লিফট থেকে যাতায়াতের পথ। সেখান থেকে ঘর। সবই ক্যামেরা বন্দি করা হয়।
অন্যদিকে এদিন ইডি দফতরে হাজিরা দেন নারদ কাণ্ডে নাম জড়ানো তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সূত্রের খবর, সাংসদের সম্পত্তির হিসাব, ম্যাথু স্যামুয়েলের সঙ্গে পরিচয় বৃত্তান্ত সহ বিভিন্ন বিষয় জানতেই তাঁকে ডেকে পাঠায় ইডি।