রবিবাসরীয় ঢিমেতালে সকালে টালিগঞ্জের একটি পরিচিত খাবারের দোকানে আগুন লেগে আতঙ্ক ছড়াল। সাড়ে নটা নাগাদ আচমকাই ‘ওয়াও মোমো’ নামের ওই খাবারের দোকানের ভিতর থেকে কালো ধোঁয়া বার হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত দমকলে খবর দেওয়ার পাশাপাশি তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। পরে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বড় চ্যালেঞ্জ ছিল গায়ে গায়ে লাগোয়া অন্য দোকান বা বাড়িতে আগুন ছড়িয়ে না পড়ে। যদিও সে বিষয়ে কার্যত সফল দমকল। ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ছড়ানোর সুযোগ পায়নি বটে, তবে দোকানের প্রায় সবটাই ভস্মীভূত।
এদিকে দমকল কাজ শুরু করার পর টালিগঞ্জ থেকে গড়িয়াগামী রাস্তার একাংশ বন্ধ করে দেয় পুলিশ। গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে আনা হয়। প্রাথমিকভাবে শর্টসার্কিট থেকে আগুন বলে মনে করছে দমকল। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।