প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ। তাই তাঁকে দেখতে সোমবার বুদ্ধদেববাবুর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধে ৭টা ৫ মিনিটে বাড়িতে ঢোকেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে। ৭টা ১২ মিনিটে ফের বেরিয়ে আসেন বাড়ি থেকে। তারপর ফিরে যান।
নতুন শতাব্দীর প্রথম দশকে এই দুই নেতার টক্কর ছিল খবরের কাগজের প্রথম পাতার হটকেক। সিঙ্গুর, নন্দীগ্রামকে কেন্দ্র করে সেই রাজনৈতিক লড়াই চূড়ান্ত রূপ নেয়। সেসব এখন অতীত। রাজ্যে পালা বদলের পর ক্রমশ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের দিন আমন্ত্রণে সাড়া দিয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তখন সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেটা ছিল তাঁর রাজনৈতিক সৌজন্য। এদিনও তেমনই রাজনৈতিক সৌজন্য দেখিয়ে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে বাড়ি গিয়ে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।