কালীপুজোর সকালেই ভয়ংকর অগ্নিকাণ্ড। তবে প্যান্ডেলে নয়। বাজি থেকেও নয়। আগুন লাগে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সার্ভার রুমে। সেখান থেকে আগুন ক্রমশ ছড়ায়। জওহরলাল নেহেরু রোডের জীবন সুধা বিল্ডিং, এখানেই ১৬ তলায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অফিস। এদিন ছুটি থাকায় অফিস বন্ধ ছিল। কিন্তু সকালে অফিসের সার্ভার রুমে আগুন লেগে যায়। সেখান থেকে আশপাশে ছড়াতে থাকে আগুন। উঁচুতে হওয়ায় হাওয়ার দাপটও ছিল বেশি। ফলে আগুন দ্রুত গ্রাস করে বাড়ির উপরের তলার ৩টি ফ্লোর। সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে। দ্রুত দমকলের ১০টি ইঞ্জিন হাজির হয়। কিন্তু প্রথমে অত উঁচুতে আগুন নেভানোর জন্য যথেষ্ট জল দেওয়ার বন্দোবস্ত করাই মুশকিল হচ্ছিল। পরে আশপাশের বাড়ি থেকে জল দেওয়া শুরু হয়।
৩ দিক থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা। অন্যদিকে পাশের একটি বহুতলের রিজার্ভার থেকে জল নিয়েও শুরু হয় আগুন প্রশমিত করার চেষ্টা। যদিও আগুন দুপুর পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলকর্মীরা চেষ্টা চালিয়ে যান। আশপাশের বাড়ির বাসিন্দাদের বার করে নিয়ে যাওয়া হয়। লক্ষ্য রাখা হয় আগুন যেন আশপাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে সেদিকে। অন্যদিকে আগুনের তাপে জানালার কাচ ভেঙে ভেঙে ১৬ তলা থেকে নিচে পড়তে থাকে। যা দমকল কর্মীদের কাজে বাড়তি সমস্যার সৃষ্টি করে। শেষ পর্যন্ত প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।