কালীপুজো তার নিয়ম মেনেই হতে পারে। সে বৃষ্টি হোক বা শুকনো থাকুক। কিন্তু দীপাবলির আলোর উৎসব কোথায় যেন ম্লান হয়ে গেল বৃষ্টি ভেজা কলকাতায়। বেলা বাড়ার পর থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। আকাশের মুখ ভার। সম্ভাবনার কথা আগেই শুনিয়েছিল হাওয়া অফিস। ফলে শহরবাসীর কাছে একটা পূর্বাভাস ছিলই। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ যে কালীপুজো ও তার পরদিন শহর জুড়ে ভারী বৃষ্টি ঝরাতে পারে তা জানা থাকলেও কোথায় যেন একটা ক্ষীণ আশা কাজ করছিল যে যদি কেটে যায় মেঘ।
এদিন সকালের দিকে তেমন মনেও হয়েছিল। কিন্তু এবার উৎসব মাটি করা একটা একঘেয়ে বৃষ্টি ছন্দ কাটল। বুঝিয়ে দিল এবার কালীপুজোতে শুকনো আবহাওয়া দুরস্ত। ফলে মন খারাপ শহরবাসীর। আর আতসবাজি পোড়ানো যাবে কিনা সেই চিন্তায় দুপুর থেকেই মন খারাপ কচিকাঁচাদের। হাওয়া অফিসের পূর্বাভাস শুক্রবারও বৃষ্টি হবে। ভাইফোঁটায় বৃষ্টি রেহাই দেয় কিনা সেটাই এখন দেখার।