সকাল থেকেই মেঘে ঢাকা ছিল আকাশ। রাতে বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। সকালে কয়েক জায়গায় ঝিরঝিরে বৃষ্টির দেখা মিললেও প্রধানত আকাশ ছিল মেঘলা। কিন্তু দুপুরের দিকে আকাশ কালো করে বিভিন্ন জায়গায় ঝেঁপে বৃষ্টি নামে। একটানা অঝোর বৃষ্টিতে মধ্য ও পূর্ব কলকাতার অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়।
এদিনই বিকেলে যুবভারতীতে ইংল্যান্ড-ব্রাজিল দ্বৈরথ। টানা বৃষ্টিতে মাঠের বেহাল দশার কারণে এই ম্যাচ গুয়াহাটি থেকে কলকাতায় সরিয়েছে ফিফা। এই অবস্থায় অনেকেই ব্যঙ্গ করে বলছেন, এ আবার টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাসের মত অবস্থা হবে না তো। কারণ একটানা অঝোর বৃষ্টিতে এদিন ভিজল যুবভারতীর মাঠ।
তবে বিশেষজ্ঞদের মতে এই বৃষ্টিতে মাঠের অবস্থা খারাপ হবে না। খেলায় কোনও সমস্যা হবে না। কারণ এদিন অঝোর ধারাপাতের পর ফের রোদ উঠে যায়। যা সবদিক থেকেই ভাল খবর।