জাপানের ইয়োকোহামা। এখান থেকেই ৪টি ক্যাঙারু এল আলিপুর চিড়িয়াখানায়। বিমানে বিশেষভাবে আনার পর তাদের শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। ধূসর ক্যাঙারুগুলিকে এখনই কলকাতার আবহাওয়ায় ছেড়ে দিলে তাদের মৃত্যুও হতে পারে, সেই আশঙ্কায় তাদের আপাতত বিশেষভাবে রাখা হয়েছে। ক্যাঙারুগুলিকে সর্বক্ষণ নজর রাখছেন পশু চিকিৎসকেরা।
চিড়িয়াখানা সূত্রের খবর, সম্ভবত ক্যাঙারুগুলিকে ডিসেম্বরের মধ্যে এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে দর্শকদের দেখার জন্য সামনে আনা হতে পারে। এছাড়া হায়দরাবাদ থেকেও ৬টি মাউস ডিয়ার, ২টি সিংহ ও ২টি জাগুয়ার আনা হচ্ছে কলকাতা চিড়িয়াখানায়। কলকাতা চিড়িয়াখানা থেকে হায়দরাবাদে যাচ্ছে ২টি কুমির ও ২টি জিরাফ।
শীত মানেই কলকাতার চিড়িয়াখানা ভ্রমণ। এবার শীতে প্রতিবার দেখা পশুর সঙ্গে সঙ্গে কিছু নতুন পশুর দেখা পাওয়াটা বাড়তি আকর্ষণ হিসাবে কাজ করবে।