ভগিনী নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটেতে আয়োজন করা হল এক বিশেষ অনুষ্ঠানের। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্ত ও সন্ন্যাসীরা বিভিন্ন গান ও স্তোত্র পাঠের মধ্যে দিয়ে জন্ম দিবসে ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধাজ্ঞাপন করেন। ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধাজ্ঞাপন করে ৩০ ও ৩১ অক্টোবর গোলপার্ক রামকৃষ্ণ মিশনেও অনুষ্ঠান আয়োজিত হবে। সিমলা স্ট্রিটের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
১৮৬৭ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন মার্গারেট এলিজাবেথ নোবেল। ১৮৯৫ সালে লন্ডন শহরে তিনি স্বামী বিবেকানন্দের সংস্পর্শে আসেন। ১৮৯৮ সালে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে মার্গারেট নোবেলের ভারত আগমন। স্বামীজি তাঁকে নতুন নামে পরিচিতি দেন। মার্গারেট নোবেল হয়ে যান সিস্টার নিবেদিতা। ধীরে ধীরে নিজেকে ভারতবাসীর সেবাকল্পে নিয়োজিত করেন সিস্টার। একটা সময় প্রত্যক্ষ ভাবে জড়িয়ে পরেন স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও। হয়ে ওঠেন আপামর ভারতবাসীর ভগিনী নিবেদিতা।