মঙ্গলবার ভোর ৫টা ২০। হেমন্তের হিমেল সকালে তখনও ঘুম ভাঙেনি সিংহভাগ গড়িয়াবাসীর। সেই কাকভোরে গড়িয়ার এক কাপড়ের দোকানে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে অসুবিধা হয়নি। পাশাপাশি ১০ থেকে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। যে দোকানে প্রথম আগুন লাগে, সেই দোকানের মধ্যে তখন একজন ছিলেন। কিন্তু তিনি সময়মত বার হয়ে আসায় তাঁর কোনও ক্ষতি হয়নি।
আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে, দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, ট্রান্সফরমার ফেটেই আগুন লেগেছে। এদিকে ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গড়িয়ার দোতলা বাড়ির দোকানগুলিতে সঠিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। ফলে আগুন লাগলে তা সহজেই বৃহৎ আকার নিতে পারে।