Kolkata

পেরেক-মানবের সফল অস্ত্রোপচার

সুস্থ আছেন ‘পেরেক পেটুক’ প্রদীপ ঢালি। গত সোমবার সকালে ১ ঘণ্টা ৪৫ মিনিটের জটিল অস্ত্রোপচারের পর সাবধানে রোগীর পেট থেকে একের পর এক সূচাল পেরেক বার করে আনেন চিকিৎসকেরা। বার করার সময়ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তাঁরা। এও হয়? এইভাবে বেরিয়ে আসে মোট ৬৩৯টি পেরেক। সব মিলিয়ে যার ওজন ১ কেজি ৬০ গ্রাম।

প্রদীপবাবু নাকি প্রায়শই ভালবেসে পেরেক খেতেন! শুক্রবার গোবরডাঙ্গার বাসিন্দা ৪৮ বছরের প্রদীপ ঢালি তলপেটে প্রচণ্ড ব্যথা আর বমি নিয়ে ভর্তি হন কলকাতা মেডিক্যাল কলেজে। টানা প্রায় দেড় ঘণ্টা ধরে তাঁর পেট ও পাকস্থলী কেটে বের করা হতে থাকে পেরেকের পাহাড় আর মাটির দলা। এই কাজে ব্যবহার করা হয় চুম্বক।


ঐ ব্যক্তি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। প্রদীপবাবু বেঁকিয়ে ঐ পেরেকগুলি খেতেন বলেও জানিয়েছেন তাঁরা। এমন এক আজব অভিজ্ঞতার জটিল অস্ত্রোপচারের পর মঙ্গলবার অবশ্য রোগীর অবস্থা স্থিতিশীল। তাঁকে সারাক্ষণ নজর রাখছেন চিকিৎসকেরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button