ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া। এবার অকুস্থল উত্তর কলকাতার পাইকপাড়া। রাজা মণীন্দ্র রোডের একটি আবাসনে মায়ের মৃতদেহের পাশে টানা ৬ দিন বসে রইলেন মানসিক ভারসাম্যহীন ছেলে। দিনের পর দিন মৃতদেহ পড়ে থাকায় তাতে পচন ধরে। দুর্গন্ধ ছড়াতে থাকে। সেই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পাড়া পড়শিরা পুলিশে খবর দেন। পুলিশ এসে বাড়িতে ঢুকে এক মহিলার গলাপচা দেহ উদ্ধার করে। পাশের ঘরে খোঁজ মেলে মৃতার ছেলের। প্রচণ্ড খিদে নিয়ে ছটফট করছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর, ছেলে অনির্বাণ বসুকে নিয়ে বাড়িতে একাই থাকতেন মা মীরা বসু। ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় সবসময়ে তাঁকে নজরে রাখতেন। কোনওভাবে মা মীরা বসুর মৃত্যু হয় দিন ছয়েক আগে। কিন্তু মায়ের মৃত্যুর পরও কাউকে কিছু জানাননি বছর ৫০-এর অনির্বাণবাবু। অবশেষে দুর্গন্ধের জেরে সেই ঘটনা সামনে আসে। এদিকে ঘটনার পর অনির্বাণ বসুকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে। রাতে তাঁকে বাড়িতেও ছেড়ে দিয়ে যায় পুলিশ।