বেলা প্রায় ১২টা। আর্মেনিয়ান ঘাটের কাছে আগুন তখন প্রায় নিয়ন্ত্রণে। এমন সময়ে একটি টিনের চালা সরাতেই ফের দেখা যায় আগুনের শিখা। দমকলকর্মীরা দ্রুত সেই আগুন নেভাতে উদ্যোগ নেন। ১৬ ঘণ্টা কাটার পরও গুদামের সেই বিধ্বংসী আগুন ছাইচাপা অবস্থা থেকে ধক করে জ্বলে উঠছিল। দমকলকর্মীরা তখনও নিশ্চিত করে বলতে পারছিলেন না আগুন নিয়ন্ত্রণে। কখন তা নিয়ন্ত্রণে আসবে তাও পরিস্কার করে বলতে পারেননি তাঁরা। তবে অনেকটাই কব্জায় আনা গেছে আর্মেনিয়ান ঘাটের কাছে লাগা গত সন্ধের ভয়ংকর আগুন।
পুড়ে ছাই হয়ে গেছে গোটা গুদাম। আশপাশের গাছগুলি পুড়ে কালো হয়ে গেছে। ছাইয়ের তলায় ধিকিধিকি আগুন দুপুরেও থেকে গিয়েছিল। কোনও কিছু পরিস্কারও করা যায়নি দুপুর পর্যন্ত। ফরেনসিক বিশেষজ্ঞেরা না আসা পর্যন্ত পোড়া অংশ সাফ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয় পুরসভার তরফে।