দুর্গাপুজো থেকে দীপাবলি, পুজোর দিনগুলো ভাসিয়েছে নিম্নচাপের বৃষ্টি। উৎসব মাটি করার পর এবার ইডেনে টেস্ট ক্রিকেটের আনন্দেও জল ঢালার পরিস্থিতি তৈরি করল নিম্নচাপ। টেস্ট শুরুর আগের দিন বুধবার সকাল থেকেই একটানা বৃষ্টিতে নাজেহাল কলকাতা। ইডেনেরও পিচ থেকে মাঠ পুরোটাই ঢাকা থেকেছে দিনভর। ফলে মাঠে অনুশীলন করতে পারেনি ভারত বা শ্রীলঙ্কা।
আজও যদি এই বৃষ্টির ধারা অব্যাহত থাকে তাহলে ভারত-শ্রীলঙ্কা দ্বৈরথ দেখা কার্যত অনিশ্চিত হয়ে পড়বে। শহরের মাঠে ক্রিকেট দেখা থেকে বঞ্চিতই হতে হবে ক্রিকেটপ্রেমীদের। এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস এই নিম্নচাপের ইনিংস আরও ২ দিন চলবে। কাজেই আইসিসি টেস্ট ব়্যাঙ্কিং অনুযায়ী ১ বনাম ৬ এর লড়াই ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ।