বিমানসংস্থায় চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে ৫ ব্যবসায়ীকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ। বুধবার গভীর রাতে লেকটাউন থেকে গ্রেফতার করা হয় ১ জন মহিলা সহ ৫ জনকে।
অভিযোগ, বেসরকারি বিমানসংস্থায় কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা উপার্জন করত এই এজেন্সি। টাকার বিনিময়ে চাকরি না পাওয়ায় এক ব্যক্তি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেই জানতে পারেন যে এভাবে বিমান সংস্থায় চাকরি সম্ভব নয়। এরপর স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি।
এয়ারপোর্ট থানার পুলিশ অভিযুক্তদের হাতেনাতে ধরার জন্য অন্য এক ব্যক্তিকে টোপ হিসেবে ব্যবহার করে। তারপরেই হাতেনাতে গ্রেফতার করা ৫ প্রতারককে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দেশের বিভিন্ন প্রান্তে এই ভুয়ো সংস্থার চক্র ছড়িয়ে আছে। চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ উপার্জনের চক্রের খোঁজে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।