শনিবার দুপুরে কাজ থেকে বাড়ি ফিরে বুকে ব্যথা অনুভব করেন দমদমের যুবক রবীন পাল। প্রথমে সাধারণ গ্যাসের ব্যথা বলে মনে করেন বাড়ির লোকজন। পরে ব্যথা বাড়লে তাঁকে দ্রুত দমদম পুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। এলাকায় তৃণমূলকর্মী হিসাবে পরিচিত মুখ রবীন পালের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। অভিযোগ এরপর আচমকাই চিকিৎসায় গাফিলতির অভিযোগ করে রাত সাড়ে ১২টা নাগাদ ওই হাসপাতালে তাণ্ডব শুরু করেন একদল যুবক।
ভাঙচুর করা হয় হাসপাতাল। চলে ইটবৃষ্টি। কয়েকজন হাসপাতাল কর্মীকে মারধরেরও অভিযোগও উঠেছে। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ এসে মারমুখী যুবকদের হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজন যুবককে আটক করা হয়েছে।