সেন্ট্রাল মেট্রো স্টেশন চত্বর। এমনি দিনে প্রবল ব্যস্ত এই রাস্তা রবিবার অপেক্ষাকৃত ফাঁকাই থাকে। এখানেই দাঁড়িয়েছিল একটি হুণ্ডেই গাড়ি। ভিতরে আরোহীও ছিলেন। আচমকাই গাড়িতে বিস্ফোরণ হয়। টুকরো টুকরো হয়ে চারপাশে ছিটকে পড়ে কাচ। ছিন্নভিন্ন হয়ে যায় গাড়ির সিট থেকে সাজগোজ। বিস্ফোরণে গুরুতর আহত হন চালক সহ ২ আরোহী। তাঁদের দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতের দিকে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়। অন্যজনকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, একটি বেলুন ফোলানোর গ্যাসের সিলিন্ডার ছিল গাড়িতে। সেটা ফেটে গিয়ে বিপত্তি। তবে এটা প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান। ঠিক কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মেট্রো স্টেশনের কাছে এমন এক বিস্ফোরণে আঁতকে ওঠেন আশপাশের মানুষজন। আতঙ্কে অনেকে বাড়ি থেকে বেরিয়ে আসেন।