রাজপথ ছেড়ে আস্ত একটা বাস উঠে পড়ল ফুটপাথে। কলকাতার ব্যস্ততম এলাকা গড়িয়াহাট ফুটব্রিজের কাছে সাতসকালে এমন সৃষ্টিছাড়া কাণ্ড দেখে চোখ কপালে ওঠে আশপাশের মানুষজনের। বাসের ধাক্কায় ভেঙ্গে চুরমার হয়ে যায় ফুটপাথের ৮-১০টি দোকান। জখম হন ১ জন বাসযাত্রী সহ আরও ২ জন। সোমবার সকালে পালবাজার থেকে রামনগরের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই ১ নম্বর রুটের বাসটি।
প্রত্যক্ষদর্শীদের মতে, আচমকা ফুটব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। বাস সোজা ফুটপাথের উপর উঠে যায়। বাসের ধাক্কায় গুঁড়িয়ে যায় বেশ কয়েকটি দোকান। দোকানে দাঁড়িয়ে থাকা ২ জন ব্যক্তি বাসের ধাক্কায় জখম হন। আহত হন এক বাসযাত্রী। হুড়মুড়িয়ে ঘাড়ের কাছে বাস এসে পড়ায় চমকে যান দোকানদার থেকে সাধারণ মানুষ। সকাল সকাল এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাবাসীর মধ্যে। ঘাতক বাসটিতে ভাঙচুর চালান উত্তেজিত জনতা। অফিস টাইমে ব্যস্ত গড়িয়াহাট চত্বরে সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গড়িয়াহাট থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। আটক বাসের চালককে ডেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।