দমদম বেদিয়াপাড়ার শেঠবাগান এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। বুধবার সকালে ঘরেই সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু সূত্র পেয়েছে। মৃতের পরিবারের দাবি, বছর ২৪-এর রাজীব পাল পেশায় ব্যবসায়ী। সম্প্রতি ওই এলাকারই এক তরুণীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। ওই তরুণীকেই বিয়ের স্বপ্ন দেখছিলেন রাজীব। বাড়িতে সেকথা জানিয়েও ছিলেন। মঙ্গলবার রাতেও ওই তরুণীর সঙ্গে কানে হেডফোন লাগিয়ে গল্প করছিলেন রাজীব। গভীর রাত পর্যন্ত কথা হচ্ছিল। এই পর্যন্ত দেখেই বাড়ির অন্য সদস্যরা ঘুমোতে যান। বুধবার ভোরে রাজীবের ঘরে গিয়ে চমকে ওঠেন তাঁরা। দেখেন রাজীবের নিথর দেহ সিলিং থেকে ঝুলছে। পুলিশে তখনই খবর দেওয়া হয়।
পরিবারের অভিযোগ ওই তরুণীই রাজীবকে আত্মহত্যায় প্ররোচিত করেছেন। দিনের পর দিন রাজীবকে নানাভাবে চাপ দিচ্ছিলেন ওই তরুণী বলে অভিযোগ মৃতের পরিবারের। রাজীব পালের পরিবারের অভিযোগক্রমে ওই তরুণীকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এটা নিছকই আত্মহত্যা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে তা তদন্ত করে দেখছে পুলিশ।