আইসিএসই-তে সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান দখল করল রাজ্য। লা মার্টিনিয়ার ফর বয়েজের ছাত্র অর্ক চট্টোপাধ্যায় ৯৮ দশমিক ৮ শতাংশ নম্বর পেয়ে এই স্থান দখল করেছে। তার সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে এসেছে জোকা বিবেকানন্দ মিশন স্কুলের ঐন্দ্রিলা ভদ্র। ভারতের মধ্যে তৃতীয় স্থান দখল করলেও রাজ্যে অর্ক ও ঐন্দ্রিলা রয়েছে প্রথম স্থানেই। রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে ছ’জন। সকলেরই প্রাপ্ত নম্বর ৯৮ দশমিক ৬ শতাংশ। এদের মধ্যে রয়েছে সেন্ট জোন্স-এর মেধা গঙ্গোপাধ্যায়, সেন্ট জোন্স-এর শ্রেয়া আগরওয়াল, হাওড়া সেন্ট মেরিজ কনভেন্ট-এর সায়ন্তন প্রধান, লরেটো-র তৃষিতা বসাক, লা মার্টিনিয়ারের দেবাংশ চন্দক ও ডিপিএস মেগাসিটির উন্নতি জৈন। রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে পাঁচজন ছাত্রছাত্রী। অন্যদিকে এদিন আইএসসি পরীক্ষার ফলও প্রকাশ পেয়েছে। আইএসসিতে রাজ্যের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে ডন বস্কো পার্ক সার্কাসের অর্কদেব সেনগুপ্ত ও ভবানীপুর গুজরাটি এডুকেশনাল সোসাইটির কবিতা দেশাই। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৯৯ দশমিক ২৫ শতাংশ। সর্বভারতীয় স্তরে অর্কদেব ও কবিতা দু’জনই তৃতীয় স্থানে রয়েছে। এদিকে আইএসসি-তে রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে ৭ জন ছাত্রছাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এবার নির্ধারিত সময়ের দু’সপ্তাহ আগেই আইসিএসই ও আইএসসি-র ফল প্রকাশিত হল। যেখানে সার্বিক ফলাফলে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। অন্যদিকে এবার কলকাতার স্কুলগুলির ফল চোখে পড়ার মতন।
Read Next
Kolkata
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
November 19, 2024
বরসহ বরযাত্রীদের বিবাহবাসরে পৌঁছতে অভিনব সাহায্য রেলের
October 29, 2024
আকাশে মেঘের আনাগোনা, কালীপুজো কি বৃষ্টিতে ভাসবে, মিলল পূর্বাভাস
October 16, 2024
আকাশে মেঘ, কোজাগরী লক্ষ্মীপুজো কি বৃষ্টিতে ভাসবে, কি বলছে আবহাওয়া দফতর
October 9, 2024
আরও বেশি শক্তিশালী হল ভারতীয় নৌসেনা, সৌজন্যে বাংলার সংস্থা
Related Articles
Leave a Reply