Kolkata

বাংলার আকাশে জোড়া অর্কের রোশনাই

Kolkata Newsআইসিএসই-তে সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান দখল করল রাজ্য। লা মার্টিনিয়ার ফর বয়েজের ছাত্র অর্ক চট্টোপাধ্যায় ৯৮ দশমিক ৮ শতাংশ নম্বর পেয়ে এই স্থান দখল করেছে। তার সঙ্গে যৌথভাবে তৃতীয় স্থানে এসেছে জোকা বিবেকানন্দ মিশন স্কুলের ঐন্দ্রিলা ভদ্র। ভারতের মধ্যে তৃতীয় স্থান দখল করলেও রাজ্যে অর্ক ও ঐন্দ্রিলা রয়েছে প্রথম স্থানেই। রাজ্যে দ্বিতীয় স্থান দখল করেছে ছ’জন। সকলেরই প্রাপ্ত নম্বর ৯৮ দশমিক ৬ শতাংশ। এদের মধ্যে রয়েছে সেন্ট জোন্স-এর মেধা গঙ্গোপাধ্যায়, সেন্ট জোন্স-এর শ্রেয়া আগরওয়াল, হাওড়া সেন্ট মেরিজ কনভেন্ট-এর সায়ন্তন প্রধান, লরেটো-র তৃষিতা বসাক, লা মার্টিনিয়ারের দেবাংশ চন্দক ও ডিপিএস মেগাসিটির উন্নতি জৈন। রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে পাঁচজন ছাত্রছাত্রী। অন্যদিকে এদিন আইএসসি পরীক্ষার ফলও প্রকাশ পেয়েছে। আইএসসিতে রাজ্যের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছে ডন বস্কো পার্ক সার্কাসের অর্কদেব সেনগুপ্ত ও ভবানীপুর গুজরাটি এডুকেশনাল সোসাইটির কবিতা দেশাই। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৯৯ দশমিক ২৫ শতাংশ। সর্বভারতীয় স্তরে অর্কদেব ও কবিতা দু’জনই তৃতীয় স্থানে রয়েছে। এদিকে আইএসসি-তে রাজ্য দ্বিতীয় স্থানে রয়েছে ৭ জন ছাত্রছাত্রী। তাদের প্রাপ্ত নম্বর ৯৮ দশমিক ৭৫ শতাংশ। এবার নির্ধারিত সময়ের দু’সপ্তাহ আগেই আইসিএসই ও আইএসসি-র ফল প্রকাশিত হল। যেখানে সার্বিক ফলাফলে ছেলেদের পিছনে ফেলে দিয়েছে মেয়েরা। অন্যদিকে এবার কলকাতার স্কুলগুলির ফল চোখে পড়ার মতন।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button