শুক্রবার রাত থেকেই ঢাকুরিয়া ব্রিজের সংস্কারের কাজ শুরু হচ্ছে। চলবে ৪০ দিন। বৃহস্পতিবার একথা জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। দীর্ঘদিন ধরেই ইঁদুরের তাণ্ডবে ঢাকুরিয়া ব্রিজটি নষ্ট হচ্ছিল। দরকার পড়েছিল মেরামতির। তাই এবার ঢালাও মেরামতির রাস্তায় হাঁটল রাজ্য সরকার। এজন্য ব্যস্ত ঢাকুরিয়া ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রিত হতে চলেছে।
দুপুর ২টো পর্যন্ত গোলপার্কের দিকে যাবে গাড়ি। ২টোর পর গোলপার্কের দিক থেকে ফিরতে পারবে গাড়ি। অর্থাৎ ব্রিজের একধার আটকে মেরামতি চলবে। অন্যপাশ দিয়ে চলবে গাড়ি। আপাতত ওয়ানওয়ে হয়ে যাবে ব্রিজ। গাড়ি ঘুরপথে যাবে। সেক্ষেত্রে প্রিন্স আনোয়ার শাহ রোড ও লেক গার্ডেন্সের ব্রিজের গুরুত্ব বাড়ছে। ৪ লেনে ভাগ করে ৪০ দিন ধরে মেরামতির কাজ চলবে বলে জানিয়েছেন মন্ত্রী।