কলকাতার একটি বেসরকারি স্কুলে ছাত্রী নির্যাতনের অভিযোগের তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। সূত্রের খবর, শিক্ষা দফতর থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। সেই মত মধ্যশিক্ষা পর্ষদও ৩ সদস্যের একটি প্রতিনিধি দল তৈরি করে। যারা ওই বেসরকারি স্কুলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখার দায়িত্বে রয়েছেন। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। এই রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের কাছে পৌঁছে দিতে হবে।
৪ বছরের একটি শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে স্কুলের ২ শিক্ষকের বিরুদ্ধে। এই কথা সামনে আসার পর শুক্রবার সকাল থেকেই স্কুল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। স্কুলে তাঁদের মেয়েদের সুরক্ষিত বলে মনে করছেন না বলেও সোচ্চার হন তাঁরা।