
কলকাতার একটি বেসরকারি স্কুলে এক ৪ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন কাণ্ডে অবশেষে অভিযুক্ত ২ শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। অভিষেক রায় ও মহম্মদ মফিজুদ্দিন নামে ওই ২ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, তাদের বিরুদ্ধে পকসো আইনের ৪ ও ৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যার শাস্তি কমপক্ষে ১০ বছর থেকে যাবজ্জীবন কারাবাস। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে।
শুক্রবার সকাল থেকেই স্কুলের এই ২ শিক্ষক ও স্কুলের কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এদিন দুপুরেই নির্যাতিতা শিশুটির পরিবারের আইনজীবী জানিয়েছিলেন ওই শিশুটিকে প্রথমে চকলেটের প্রলোভন দেখিয়ে বাথরুমে নিয়ে যায় ওই ২ অভিযুক্ত শিক্ষক। সেখানে তার লেগিনস খুলে অন্তর্বাস খুলে গোপনাঙ্গে হাত দিয়ে দুষ্কর্ম সারে তারা। পরে শিশুটির বাড়িতে প্রস্রাবে সমস্যা হতে থাকে। শুরু হয় রক্তপাত। এরপর তার কাছ থেকেই বাবা-মা জানতে পারেন কি পৈশাচিক অবস্থার মধ্যে পড়তে হয়েছে তাদের মাত্র ৪ বছররে শিশুকে। শুক্রবার সন্ধে পর্যন্ত যাদবপুর থানার সামনে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। এদিন সমাজের সব মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।