Kolkata

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনে গ্রেফতার ২ অভিযুক্ত শিক্ষক

কলকাতার একটি বেসরকারি স্কুলে এক ৪ বছরের ছাত্রীকে যৌন নির্যাতন কাণ্ডে অবশেষে অভিযুক্ত ২ শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। অভিষেক রায় ও মহম্মদ মফিজুদ্দিন নামে ওই ২ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, তাদের বিরুদ্ধে পকসো আইনের ৪ ও ৬ নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ। যার শাস্তি কমপক্ষে ১০ বছর থেকে যাবজ্জীবন কারাবাস। এদিন নবান্নে মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে।

শুক্রবার সকাল থেকেই স্কুলের এই ২ শিক্ষক ও স্কুলের কর্মচারিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এদিন দুপুরেই নির্যাতিতা শিশুটির পরিবারের আইনজীবী জানিয়েছিলেন ওই শিশুটিকে প্রথমে চকলেটের প্রলোভন দেখিয়ে বাথরুমে নিয়ে যায় ওই ২ অভিযুক্ত শিক্ষক। সেখানে তার লেগিনস খুলে অন্তর্বাস খুলে গোপনাঙ্গে হাত দিয়ে দুষ্কর্ম সারে তারা। পরে শিশুটির বাড়িতে প্রস্রাবে সমস্যা হতে থাকে। শুরু হয় রক্তপাত। এরপর তার কাছ থেকেই বাবা-মা জানতে পারেন কি পৈশাচিক অবস্থার মধ্যে পড়তে হয়েছে তাদের মাত্র ৪ বছররে শিশুকে। শুক্রবার সন্ধে পর্যন্ত যাদবপুর থানার সামনে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। এদিন সমাজের সব মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button