জিডি বিড়লা স্কুলের অভিভাবকদের থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে লাগাতার চাপের মুখে অবশেষে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুলিশ। স্কুলের ছাত্রী ৪ বছরের এক শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে অভিভাবকরা প্রিন্সিপালের দ্বারস্থ হলে তিনি সেই ঘটনা অস্বীকার করেন বলে অভিযোগ। সেই সঙ্গে অভিযুক্তদের আড়াল করতে তথ্য গোপনের অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। প্রিন্সিপাল শর্মিলা নাথের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করতে ভুল তথ্য প্রদান, তথ্য গোপনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার মামলা রুজু হয়েছে।
গত রবিবারই নির্যাতিতা ছাত্রীর বাবা বেশ কয়েকজন অভিভাবক ও আইনজীবীকে সঙ্গে করে যাদবপুর থানায় গিয়ে প্রিন্সিপালের বিরুদ্ধে এফআইআর করেন। প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর তরফেও নগরপালের কাছে আর্জি যায়। তার আগে রবিবার সকালে প্রিন্সিপালের গ্রেফতারির দাবি সহ একগুচ্ছ দাবিতে হাজার হাজার অভিভাবক রানিকুঠি থেকে টালিগঞ্জ পর্যন্ত মিছিল করেন। চারিদিক থেকে চাপের মুখে অবশেষে পুলিশ পদক্ষেপ করে। মামলা রুজু হওয়ার পর প্রিন্সিপালের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।