এমপি বিড়লা স্কুলের সামনে অভিভাবকদের জমায়েতে প্রবল লাঠিচার্জ করল পুলিশ। লাঠির আঘাতে বেশ কয়েকজন অভিভাবক আহত হয়েছেন। ঘাড় ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে অনেক অভিভাবককে সরিয়ে নেয় যায় পুলিশ। তাঁদের কয়েকজনকে আটকও করা হয়েছে। এদিন সকাল থেকেই সাড়ে ৩ বছরের এক শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগে স্কুলের সামনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন অভিভাবকরা। জিডি বিড়লা স্কুলের ঘটনার মতই ক্রমশ জমাট বাঁধছিল আন্দোলন। স্কুল কর্তৃপক্ষ কথা বলতে না চাওয়ায় স্কুলের বাইরে জেমস লং সরণি অবরোধ করে বসেছিলেন অভিভাবকরা। সন্ধে পর্যন্ত অবরোধ চলার পর ২টি স্কুল বাস স্কুলের বন্ধ দরজা খুলে বেরিয়ে আসে।
অভিভাবকদের দাবি, স্কুল বাসে পড়ুয়াদের বার করা হলে তাঁদের আপত্তি নেই। কিন্তু স্কুল বাসে পড়ুয়া নয়, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বার করা হচ্ছিল। অভিভাবকরা স্কুল বাস পরীক্ষা করে ছাড়া হবে বলে জানিয়ে দেন। ঠিক এর পরপরই বিশাল পুলিশ বাহিনী অভিভাবকদের ওপর লাঠিচার্জ শুরু করে। ছত্রভঙ্গ হয়ে পড়েন অভিভাবকরা। মহিলারাও পুলিশের লাঠির হাত থেকে রেহাই পাননি। লাঠিচার্জ করে রাস্তা ফাঁকা করে শুধু স্কুল বাসই নয়, অন্যান্য যানবাহনের চলাচলও স্বাভাবিক করার পথে হাঁটে পুলিশ।