সোশ্যাল মিডিয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্মানহানির চেষ্টা করা হয়েছে, এই অভিযোগে ছাত্রছাত্রীদের সতর্ক করে নোটিস দেওয়া হল স্কুলে। নোটিসে লেখা হয়েছে ঘটনার পুনরাবৃত্তি হলে স্কুল থেকে বিতাড়িত করা হবে ছাত্রছাত্রীদের। দমদমের সেন্ট স্টিফেনস স্কুলে ঝোলানো হয়েছে এই নোটিস।
ঘটনার সূত্রপাত ফেসবুকে পোস্ট করা একটি ছবিকে ঘিরে। সূত্রের খবর, ছবিটিতে স্কুলের কয়েকজন শিক্ষককে বিকৃত করে দেখানো হয়েছে বলে অভিযোগ স্কুলের। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসায় এক ছাত্রকে সাসপেন্ড করে স্কুল। ভবিষ্যতে যাতে কোনও ছাত্রছাত্রী এধরণের কাজ করার সাহস না পায় তা নিশ্চিত করতেই একেবারে বিতাড়িত করার নোটিস ঝুলিয়েছে তারা। তবে এই নোটিস ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে কোনও ঘটনা ঘটলে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে এবং যথাযথ তদন্ত না করে যদি স্কুল কাউকে বিতাড়িত করে তা নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবকরাও। অন্যদিকে বেশকিছু ছাত্রছাত্রী স্কুলের এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছে। এরফলে স্কুলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর কোনও পোস্ট ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়া থেকে রোখা যাবে বলে মনে করছে তারা।