একের পর এক শিশুর ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে কলকাতার রাস্তায় নামল একঝাঁক পড়ুয়া। বৃহস্পতিবার বিকেলে পোস্টার, মাউথ অর্গান, কবিতার খাতা নিয়ে হেদুয়া পার্কে জমায়েত শুরু করে তারা। অনুষ্ঠানটির পোশাকি নাম দেওয়া হয়, ‘চলো পাল্টাই, শৈশব বাঁচাই’। হেদুয়া পার্ক থেকে শ্যামবাজার মেট্রো পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করে পড়ুয়ারা। রাস্তার ধারে উৎসাহী পথচারীদের হাতে তুলে দেওয়া হয় লিফলেট। খালি গলায় ‘হা রে রে রে আমায় ছেড়ে দে রে’ বা ‘উই শ্যাল ওভারকাম’ গানে তারা মুখরিত করে তোলে রাজপথ।
শ্যামবাজার মেট্রোর সামনে নিজের বক্তব্য রাখতে গিয়ে অঙ্কিতা নামে এক পড়ুয়া দাবি করে যে, ছেলে মেয়ে বিভাজনটাই সমাজে লিঙ্গবৈষম্য বাড়াচ্ছে। ছাত্রদের তরফে দেওয়া বক্তৃতায় শাশ্বত নামে এক পড়ুয়া বলে, ‘শুধুমাত্র সিসিটিভি লাগালে সমস্যার সমাধান হবে না। এতে একটি শিশু সন্দেহ করতে শিখবে। আমাদেরই ঠিক করতে হবে আমরা অপু-দুর্গার মত সরল ও নিষ্পাপ শৈশব চাইছি কি না? অন্যের দিকে আঙুল তোলার আগে শুধরোতে হবে নিজেকেই।’