প্রতিবেশির বাড়িতে পায়রা দেখে উচ্ছল হয়ে উঠেছিল কিশোর মন। হাত নিশপিশ করছিল পায়রা ধরার জন্য। সেই পায়রা চুরির অপবাদে কিশোরের রহস্যমৃত্যু নিয়ে ধুন্ধুমার হয়ে উঠল কসবা।
সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে বেড়িয়েছিল কসবার সপ্তম শ্রেণির ছাত্র সানি চৌধুরী। বাড়ি ফিরে নিজের ঘরে ভাত খাচ্ছিল সে। কিছুক্ষণ পরে ঘরে ঢুকে কিশোরের ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। প্রতিবেশি রঞ্জন সেনের বাড়িতে অনেক পোষা পায়রা আছে। সেখান থেকে পায়রা ওই কিশোর চুরি করেছে বলে তাকে অপবাদ দেওয়া হয় বলে অভিযোগ। পায়রা চুরির সন্দেহে সানিকে খুন করা হয়েছে বলে দাবি তার পরিবারের। গত মঙ্গলবার সানিকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার পাশাপাশি অভিযুক্ত প্রতিবেশি তাকে মারধর করে বলেও অভিযোগ করেছে সানির এক বন্ধু।
চুরির অপবাদ দিয়ে কিশোরকে খুন করা হয়েছে বলে মৃতের পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। বুধবার মৃত কিশোরের দেহ কসবার বাড়িতে পৌঁছলে ক্ষোভে ফেটে পরেন এলাকাবাসী। অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন তাঁরা। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অপমানের কারণে কিশোরের আত্মহত্যার তত্ত্ব একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ।