Kolkata

এবিভিপির মিছিল, অশান্ত জেইউ

Kolkata Newsঅশান্তির সম্ভাবনাটা ছিলই। হলও তাই। সোমবার বিকেলে রণক্ষেত্রের চেহারা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা। পূর্বঘোষিত কর্মসূচি মেনেই এদিন যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পাল্টা মিছিল বার করে এবিভিপি। গোলপার্ক থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় পর্যন্ত মিছিল যাদবপুর থানার সামনে আসতেই তার পথ আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে এবিভিপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি শুরু হয়। তবে বিশৃঙ্খলা ভয়ংকর রূপ নেয়নি। অন্যদিকে বিশ্ববিদ্যালয় চত্বরে এবিভিপির প্রবেশ রুখতে এদিন বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে পাল্টা অবস্থান শুরু করে যাদবপুরের ছাত্রছাত্রীরা। ফলে এবিভিপির মিছিল ৪ নম্বর গেট পর্যন্ত চলে এলে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতেই পারত। কিন্তু পুলিশের তৎপরতায় অবস্থা সেই জায়গায় পৌঁছয়নি। তার আগেই এবিভিপির মিছিল আটকে দেয় পুলিশ। প্রায় এক ঘণ্টা পর প্রতিবাদ কর্মসূচিতে ইতি টানে এবিভিপি। যাদবপুর থানার সামনে থেকেই ফিরে যেতে শুরু করেন এবিভিপির সমর্থকেরা। পরে যাদবপুরের ছাত্রছাত্রীরাও ৪ নম্বর গেটের কাছ থেকে নিজেদের অবস্থান তুলে নেয়। এদিকে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা থাকায় চিন্তায় ছিলেন যাদবপুর কর্তৃপক্ষ। কিন্তু এবিভিপির মিছিলের জেরে পরীক্ষা কোনওভাবে সমস্যার মুখে পড়েনি। তবে মিছিল ঘিরে যাদবপুর সহ সংলগ্ন এলাকায় বিশাল যানজটের সৃষ্টি হয়। সন্ধ্যের পরও সেই যানজট থেকে রেহাই পাননি আমজনতা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button