একে ৩১ ডিসেম্বর। তায় আবার রবিবার। ফলে বছর শেষের উন্মাদনাটা দিনভর চুটিয়ে উপভোগ করার সুযোগটা হাতছাড়া করা যে বোকামি হবে তা বিলক্ষণ জানতেন বঙ্গবাসী। তাই এদিন সকাল থেকেই ঘরছাড়া সব বয়স। কেউ ইট-কাঠ-পাথরের জঙ্গল ছেড়ে সবুজের বুকে পিকনিকে মেতে ওঠেন। কেউ আবার পরিবার নিয়ে মিলেনিয়াম পার্ক, নিক্কো পার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া, ময়দান, চিড়িয়াখানা এবং আরও নানা জায়গায়। কেউ আবার বাড়িতেই ব্যবস্থা করেছিলেন গেট টুগেদারের।
নিক্কো পার্কে এদিন রেকর্ড ভিড় হয়েছে। অন্যান্য জায়গাতেও তিল ধারণের জায়গা ছিলনা। কেক, নলেন গুড়ের সন্দেশ, রকমারি সুস্বাদু খাবার, হুল্লোড়, খোলা আকাশ, ব্যাডমিন্টন। সব মিলিয়ে বাচ্চা থেকে বুড়ো সকলেই মেতে ওঠেন উচ্ছল আনন্দে। ঠান্ডা যে খুব রয়েছে তা নয়। তবে প্রতি বছরই বছর শেষে এমনই একটা হাল্কা ঠান্ডা থাকে কলকাতায়। তবে জেলাগুলিতে ঠান্ডা বেশ ভালই ছিল। দিঘায় যথারীতি ভিড় ছিল চোখে পড়ার মতন। রাতে সেখানে রাশিয়ান শিল্পীর অনুষ্ঠান। ফলে রঙিন আলো আর উন্মাদনায় দিঘা সন্ধে নামতেই রূপসী হয়ে ওঠে। অন্যান্য পর্যটনস্থলেও ছিল প্রবল ভিড়।