সন্ধে নামতেই কলকাতায় চড়তে থাকে উন্মাদনার পারদ। চিরসুন্দরী পার্ক স্ট্রিট তার নিজের চোখ ঝলসানো রূপে সেজে এবারও তৈরি। সূর্য পশ্চিমে ঢলতেই এই সাহেব পাড়ায় নামে মানুষের ঢল। পরিবার নিয়ে কেউ হাজির পার্ক স্ট্রিটে, তো কেউ যুগলে। কেউ আবার এসেছেন বন্ধুদের গ্রুপে। বর্ষবরণের রাত যতই বেড়েছে ততই পার্ক স্ট্রিট জমে উঠেছে মানুষের ভিড়ে। নানা আজব রংচঙে মুখোশ, আলো জ্বলা মাথার শিং, খরগোশ কান। মাথায় সান্টা টুপি। তবে এই ভিড়ে যাতে শৃঙ্খলাভঙ্গ না হয় সেদিকে রয়েছে পুলিশের কড়া নজর। সাদা পোশাকের পুরুষ ও মহিলা পুলিশ আনাচে কানাচে। বিশেষ গুরুত্ব পেয়েছে মহিলাদের নিরাপত্তা।
বর্ষবরণের রাতের সঙ্গে আবার মদ্যপানের অঙ্গাঙ্গী সম্পর্ক। সেই মদ্যপান সীমা ছাড়িয়ে যাতে অশান্তি ডেকে না আনে সেদিকেও পুলিশের প্রখর নজর। তবে সব মিলিয়ে বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে যত সময় গড়িয়েছে ততই চড়েছে উচ্ছ্বাস, উন্মাদনার পারদ। খুশির মাদক নেশায় চুর হয়েছে এই এক টুকরো কলকাতা।