রাজপথ ছেড়ে বাস উঠল ফুটপাথে। ঘটনার আকস্মিকতায় ফুটপাথ থেকে সরে দাঁড়ানোর সময়টুকু পর্যন্ত পাননি ১ ব্যক্তি। যার ফলে বাসের চাকা চোখের পলকে উঠে আসে তাঁর দুটো পায়ের উপর। সোমবার ভরদুপুরে ঘটনাটি ঘটে। বেহালার রবীন্দ্রনগর থেকে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল যাত্রীবোঝাই মিনিবাসটি। স্ট্র্যান্ড রোডে মিলেনিয়াম পার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা বাসটি সোজা উঠে পড়ে ফুটপাথে। সটান ধাক্কা মারে রাস্তার ধারের একটি গাছে। গাছের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। ক্ষতিগ্রস্ত হয় বাসের চাকাও। দুর্ঘটনার জেরে বাসের ভিতরে থাকা যাত্রীদের বেশ কয়েকজন আহত হন।
মোট ৭ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ফুটপাথে থাকা অনুপ কুমার সামন্তর আঘাত গুরুতর। তাঁর দুটি পা ভয়ানকভাবে জখম হয়েছে। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, বেলাগাম গতি ও বাসের চাকায় গলদ থাকায় চালক নিয়ন্ত্রণ হারান।