কড়েয়া থানা এলাকার ব্রাইট স্ট্রিটে সকালে প্রমোটিং বিবাদের জেরে ফজরুল রহমান নামে এক ব্যক্তিকে গুলি করে খুনের ঘটনায় অগ্নিগর্ভ গোটা এলাকা। এদিন সকাল পৌনে ৯টা নাগাদ গুলি চলে। ফজরুল রহমান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় ফজরুল রহমান নামে ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই অগ্নিগর্ভ চেহারা নেয় ব্রাইট স্ট্রিট এলাকা।
মৃত ফজরুল রহমানের সঙ্গে একসঙ্গেই প্রমোটিংয়ের কাজ করত ভোলা নামে এক ব্যক্তি। কিছুদিন আগে পর্যন্তও সুসম্পর্ক থাকা ভোলা ও ফজরুলের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে সম্পর্ক তলানিতে ঠেকে। অভিযোগ, এদিন সকালে ফজরুলের সঙ্গে ভোলার রাস্তার ওপরই ঝগড়া শুরু হয়। তারপরই ফজরুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। অভিযুক্ত ভোলা এরপর এলাকা ছেড়ে চম্পট দেয়।
এদিকে ফজরুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত প্রোমোটার ভোলার বাড়িতে চড়াও হন উত্তেজিত জনতা। শুরু হয় ভাঙচুর। একটি নির্মাণকাজ ভেঙে দেয় উত্তেজিত জনতা। ভোলার তালা বন্ধ বাড়ির দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে জনতা। বাড়ি তছনছ করে দেন তাঁরা। অনেক কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়। ভাঙচুর হয় ভোলার অফিসেও। পুলিশ অবস্থা আয়ত্তে আনার চেষ্টা করে। যদিও উত্তেজনা বেলা পর্যন্ত বজায় ছিল। অভিযুক্ত ভোলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।