খতিয়ান বলছে ২০০৩ সালে শেষবার টানা ১০দিনের ওপর ১২ ডিগ্রির নিচে ঘোরাফেরা করেছে কলকাতার পারদ। সেই শেষ। তারপর এমন দুরন্ত শীতের লাগাতার পরশ থেকে বঞ্চিতই থাকতে হয়েছে তিলোত্তমাকে। এক-দুদিনের পারদ পতনের পরই ফের চড়েছে পারদ। এবার ১৪ বছর পর ফের সেই অবস্থা ফিরল। জানুয়ারিতেই কলকাতার তাপমাত্রার পারদ যেটুকু নিচে নামার নামে। সেই জানুয়ারির শুরু থেকেই এবার জমিয়ে ব্যাটিং শুরু করেছে শীতের পারদ পতন। ধারাবাহিকতা ধরে রেখে টানা ৭ দিন পারদ ১২-র নিচে অবস্থান ধরে রেখেছে। তবে একটানা ১১ বা তার নিচে থাকার পর বৃহস্পতিবার কিছুটা হলেও চড়েছে পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫° সেলসিয়াস। তবে সামান্য এই পারদ চড়া থেকে এমনটা ধরে নেওয়ার কিছু নেই যে শীতের ব্যাটিং শেষ। এবার পারদ চড়ার পালা। হাওয়া অফিস জানাচ্ছে এই সামান্য ওঠানামার খেলা মকরসংক্রান্তি পর্যন্ত বজায় থাকবে। বজায় থাকবে ভাল ঠান্ডা।
কলকাতার পাশাপাশি জেলাতেও পারদ সেই ১০-এর মধ্যেই ঘোরাফেরা করছে। ফলে শীতের কনকনে পরশের মধ্যেই পিঠেপুলির না ভোলা স্বাদে মকরসংক্রান্তি মহাধুমধামে পালন করতে কোমর কষছেন বাংলার মানুষ। ঘরে ঘরে পিঠেপুলি তৈরির আয়োজনও প্রায় শেষ। এখন শুরু রসনা তৃপ্তির অপেক্ষায় শীতমাখা বঙ্গবাসীর সরস মন।