Kolkata

তৃণমূল-বিজেপি সংঘর্ষে স্তব্ধ হল সেন্ট্রাল অ্যাভিনিউ

সকাল থেকেই তৃণমূল ও বিজেপির অভিযোগ পাল্টা অভিযোগে রণক্ষেত্র ছিল পাথুরিয়াঘাটা স্ট্রিট। বেলা বাড়লে নতুন করে উত্তেজনা ছড়ায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপি পার্টি অফিসের কাছে। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ এখান থেকে বিজেপি একটি মিছিল বার করলে তাদের মিছিলে হামলা চালান তৃণমূলের কর্মী সমর্থকেরা। তাঁদের ওপর চড়াও হয়ে মারধর করা হয়। বেশ কয়েকটি বাইক ভেঙে দেওয়া হয়। পাল্টা বিজেপিও রুখে দাঁড়ায়। শুরু হয় দুপক্ষে পাথরবর্ষণ। বিজেপির দাবি, এই হামলার ঘটনায় তাঁদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এদিকে বিজেপি যখন এই অভিযোগ করছে তখন মহাজাতি সদন থেকে এমজি রোড মোড় পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমে যায়। তাঁদের ওপর আক্রমণ হয়েছে বলে দাবি করে সোচ্চার হন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিজেপি কর্মীরা তাঁদের ওপর চড়াও হয়েছেন বলে দাবি করে পথ অবরোধ শুরু করেন তাঁরা। এতে অবরুদ্ধ হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ। তাঁদের দাবি, যারা তাদের ওপর আক্রমণ করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।


এদিন দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের জেরে যেমন বিজেপি কর্মীদের রক্তাক্ত হতে দেখা গেছে, তেমনই তৃণমূল কর্মীদেরও বেশ কয়েকজনকে মাথা ফাটা অবস্থায় দেখা গেছে। এদিকে স্বামীজির জন্মদিবসের পুণ্য সকাল যে এদিন তৃণমূল ও বিজেপির সংঘর্ষে অনেকটাই মলিন হল তা মেনে নিচ্ছেন শহরবাসী।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button