মকরসংক্রান্তির সকালে আলিপুর সংশোধনাগারে পুলিশের ঘুম ছুটিয়ে দিল ৩ বাংলাদেশি বিচারাধীন বন্দি। নিয়মমতো রবিবার সকালে বন্দিদের গুনতি করা হচ্ছিল। তখনই ৩ বন্দি কম পড়ছে বলে দেখেন কারারক্ষীরা। দেখা যায় ৩ বাংলাদেশি বিচারাধীন বন্দি ইমন চৌধুরী, ফিরদৌস শেখ ও ফারুক হাওলাদার নেই। খোঁজ করতে দিয়ে আদি গঙ্গার দিকের উঁচু পাঁচিল বেয়ে চাদরের দড়ি দেখতে পান জেলরক্ষীরা।
পুলিশের অনুমান ওই দড়ি বেয়েই জেলের পাঁচিল টপকে রাতের অন্ধকারে চম্পট দিয়েছে ওই ৩ জন। পুলিশের আরও অনুমান, হয়তো জেলে বিতরণ হওয়া মোয়ার মধ্যে তারা পরিকল্পনা করেই মিশিয়ে দিয়েছিল ঘুমের ওষুধ। যা শীতের রাতে কারারক্ষীদের চোখও ঘুমে ভরে দিয়েছিল। আর সেই সুযোগ কাজে লাগিয়েই পালায় ডাকাতি, ছিনতাই সহ একাধিক অপরাধে বিচারাধীন ওই ৩ বন্দি। পুলিশ ওই ৩ ফেরার বন্দির খোঁজ শুরু করেছে। কিভাবে জেল থেকে ৩ বন্দি এভাবে পালাতে সক্ষম হল তারও তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আলিপুর সংশোধনাগারের জেল কর্তৃপক্ষ ৫ রক্ষীকে সাসপেন্ড করেছে।