একইদিনে বিধ্বংসী আগুনের গ্রাসে বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারত। তবে তা আর শেষপর্যন্ত হল না দমকলবাহিনীর তৎপরতায়। প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বেলেঘাটায়। সোমবার ভোরে ক্যানাল ওয়েস্ট রোডের ধারে স্তূপীকৃত মেডিক্যাল বর্জ্যে হঠাৎ আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে যায় রাস্তার ধারের ঝুপড়ি অবধি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এলাকাবাসী সাথে সাথে খবর দেন দমকলে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৬টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।
দ্বিতীয় আগুন লাগার ঘটনাটি ঘটেছে খান্না মোড়ের কাছে এপিসি রোডে। ওই এলাকায় বেশ কয়েকটি গেঞ্জির কারখানা রয়েছে। সেই কারখানাগুলির মধ্যে একটির কাপড়ের গুদামে সোমবার সকালে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। তবে দ্রুত অবস্থা আয়ত্তে আনতে সক্ষম হয় দমকলবাহিনী। ২টি ক্ষেত্রেই আগুন লাগার কারণ কি তা খতিয়ে দেখছে দমকল।