
গত সোমবার জ্বর নিয়ে মুকুন্দপুরের আমরি হাসপাতালে ভর্তি করা হয় কামালগাজির বাসিন্দা এক আড়াই বছরের শিশুকে। তার অসুস্থতা কমেও আসছিল। সুস্থ হয়ে উঠছিল শিশুটি। কিন্তু শিশুর পরিবারের অভিযোগ, এদিন একটি ইনঞ্জেকশন শিশুটিকে দেওয়া হয়। তখন তার পাশে তার মা ছিলেন। মায়ের দাবি, তাঁর মেয়েকে ইঞ্জেকশন দেওয়ার পরই তার পরিস্থিতির অবনতি হতে থাকে। কিন্তু সে সময়ে ধারে কাছে অক্সিজেন মাস্ক পর্যন্ত ছিল না। সিপিআর পর্যন্ত দেওয়া হয়নি। এরপরই ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। শিশুর পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু হয় ওই তার। ঘটনা সামনে আসার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। কাঁদতে কাঁদতে একবার জ্ঞান হারান শিশুর মা। আত্মীয়রা হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তাঁদের দাবি চিকিৎসায় গাফিলতি কথা বলে দেওয়া সহজ। কিন্তু তাঁরা খতিয়ে দেখেছেন শিশুর চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। প্রমাণ হিসাবে মৃত শিশুটির অটোপসি করানোর প্রস্তাব দিয়েছেন তাঁরা।