
কলকাতা বন্দরের প্রাক্তন চেয়ারম্যান রাজপাল সিং কাঁহালোর বাড়িতে আচমকা হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ইডি আধিকারিকরা এদিন তাঁর সল্টলেকের বাড়িতে হানা দেন। শুধু কাঁহালোই নয়, তাঁর অধস্তন কয়েকজন আধিকারিকের বাড়িতও এদিন হানা দেয় ইডি। উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন বাড়িতে হানা দিয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করেন তাঁরা। বেশ কিছুদিন ধরেই আর্থিক দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কাঁহালোর বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। এদিনের পদক্ষেপ সেই তদন্তেরই অংশ। গত ৯ মার্চ আর্থিক দুর্নীতিতে যুক্ত সন্দেহে কাঁহালোকে কলকাতার একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী।