Kolkata

বাস ভাড়া বৃদ্ধির দাবিতে ২ দিনের ধর্মঘট ডাকল বাস মালিক সংগঠন

ডিজেলের দাম অনেকটা বেড়েছে। বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, গাড়ির যন্ত্রাংশেরও দাম বেড়েছে। কিন্তু বাসের ভাড়া ২০১৪ সালের পর আর বাড়েনি। এমনই দাবি করে এবার ধর্মঘটের কথা ঘোষণা করল বাস ও মিনিবাস মালিক সংগঠনগুলি। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি এই বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বাস মালিকদের দাবি, আগেও ডিজেলের দাম বৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর জন্য তাঁরা রাজ্য সরকারকে অনুরোধ করেছেন। কিন্তু তাতে রাজ্য সরকার গুরুত্ব না দেওয়া তাঁদের ধর্মঘটের পথ বেছে নিতে হল।

কলকাতা সহ গোটা রাজ্যের পরিবহণের শিরদাঁড়াই হল বেসরকারি বাস পরিবহণ। ফলে তারা রাস্তায় না নামলে ভোগান্তি নিশ্চিত। রাজ্য সরকারের হাতে এত বাস নেই যে সেই শূন্যস্থান পূরণ করে যান চলাচল স্বাভাবিক রাখবে। ফলে আমজনতার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার ওপর যে দুদিন ধর্মঘট ডাকা হয়েছে তা বৃহস্পতি ও শুক্রবার। ফলে ভরা কর্মদিবসে এমন কর্মনাশা ধর্মঘটের ডাকে কাজকর্ম যে লাটে উঠতে পারে তা মেনে নিচ্ছেন অনেকেই।


মিনিবাস সংগঠনগুলির দাবি তাদের ন্যুনতম ভাড়া ১২ টাকা করতে হবে। অন্যদিকে সাধারণ বাসের দাবি, তাদের ন্যুনতম ভাড়া ১০ টাকা করতে হবে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button