
গণ্ডগোলের সূত্রপাত এজরা স্ট্রিটের একটি খাবারের দোকানে। খাবার দেওয়াকে কেন্দ্র করে হোটেল কর্মী ও ক্রেতার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অতঃপর দু’পক্ষে হাতাহাতি। অভিযোগ এই সময়ে হোটেল কর্মী লালন সিংকে ধাক্কা মারেন ক্ষুব্ধ ক্রেতা জাকির। জাকিরের ধাক্কায় টাল সামলাতে না পেরে সোজা ফুটন্ত ঝোলের ওপর গিয়ে পড়েন লালন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তৎক্ষণাৎ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ মে হাসপাতালে ভর্তির পর থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন লালন সিং। কিন্তু শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার সকালে হাসপাতালেই মৃত্যু হল তাঁর। ঘটনায় ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।