বিধানসভায় এদিন বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। আর সেই বক্তব্যে বিরোধীদের কামান দাগায় কসুর না করলেও মুখ্যমন্ত্রী এদিন অনেক বিষয় এড়িয়ে গেছেন বলে দাবি করলেন বিরোধী নেতা সুজন চক্রবর্তী। সিপিএম বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক বলেন বটে কিন্তু কোনওটাই প্রশাসনিক বৈঠক হয়না। তার জায়গায় ওটা হয় মধ্যস্থতার বৈঠক। যেখানে প্রশাসন ও দলের নেতাদের মধ্যে সমঝোতা করান তিনি। পাশাপাশি একদা মুখ্যমন্ত্রীর কাছের লোক হিসাবে পরিচিত আইপিএস ভারতী ঘোষের বাড়িতে সিআইডি তল্লাশি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি সুজনবাবু। একসময়ে ভারতী ঘোষই মুখ্যমন্ত্রীকে মা বলেছিলেন। সুজনবাবুর প্রশ্ন, তাহলে কারা মা বলে গুছিয়ে নিয়েছে।
শিক্ষাক্ষেত্রে অরাজকতা চলছে বলেও দাবি করেন সুজন চক্রবর্তী। কলকাতা বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বারবার খবরের শিরোনামে উঠে আসা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন একটি কথাও বলেননি বলে দাবি করেন সুজনবাবু। সেইসঙ্গে শিক্ষামন্ত্রীকে বেচারা বলে উল্লেখ করে তিনি দাবি করেন শিক্ষামন্ত্রীকেই ইউনিয়ন রুমের সমঝোতা থেকে ছাত্র সংগঠন ও অধ্যক্ষের মধ্যে সমঝোতার দায়িত্ব নিতে হচ্ছে।