২০১৭ সালের ডিসেম্বরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে আইপিএস ভারতী ঘোষকে ব্যারাকপুর তৃতীয় ব্যাটেলিয়নে বদলি করা হয়। এই সিদ্ধান্তের পরই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে একদা পরিচিত ভারতীয় ঘোষ ডিজির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এর ২ মাসের মধ্যেই ভারতী ঘোষের ফ্ল্যাটে গত রাতে হানা দিল সিআইডি।
সিআইডি সূত্রের খবর, ভারতী ঘোষের বিরুদ্ধে পদের অপব্যবহার করে হুমকি দিয়ে কোটি কোটি টাকার সোনা ও নগদ অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এক স্বর্ণব্যবসায়ী এই অভিযোগ করেন। তারপরই ভারতী ঘোষের ফ্ল্যাটে তল্লাশি অভিযান হল। রাতভর চলে তল্লাশি। শুধু ভারতী ঘোষ বলেই নয় তাঁর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ৭ পুলিশ আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালায় সিআইডি।